রাজ্য লিড নিউজ

ভোট প্রচারে উস্কানি মামলায় মিঠুনকে ভার্চুয়াল জেরা

একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ব্রিগেড সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। বিজেপি হয়ে ভোটে না লড়লেও রাজ্যজুড়ে জোরদার প্রচার করেছেন তিনি। অভিযোগ, মিঠুন ভোট প্রচারে নানা সময়ে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। কলকাতার মানিকতলা থানায় এই মর্মে এফআইআর হয়েছিল। বুধবার জামাইষষ্ঠীর দিনই এই মামলায় পুলিশ জেরা করল মিঠুন চক্রবর্তীকে। তবে সশরীরে নয়, ভার্চুয়াল মাধ্যমে জেরা হল তাঁর। সূত্রের খবর, এদিন সকাল ১০টা ২০ নাগাদ পুনে থেকে ভার্চুয়াল মাধ্যমে মানিকতলা থানার তদন্তকারী অফিসারদের প্রশ্নের উত্তর দিয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

 

একুশের বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’, ‘এক ছোবলেই ছবি’, ‘জাত গোখরো’-র মতে সংলাপ বলতে শোনা গিয়েছিল মিঠুনকে। ওই সংলাপগুলোকেই উষ্কানীমূলক মন্তব্য বলে মানিকতলা থানায় অভিযোগ দায়ের হয়েছিল। মৃত্যুঞ্জয় পাল নামে এক তৃণমূল কর্মী মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ভারতীয় দন্ডবিধির ১৫৩এ, ৫০৪, ৫০৬ এবং ৩৪ আইপিসিতে মামলা রুজু করে পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশেই মিঠুন ভার্চুয়ালি জেরার মুখোমুখি হলেন।