বিনোদন

মেয়েকে নিয়ে সৃজিতের বাড়িতে মিথিলা

অভিনেতা তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ওপার বাংলার মিথিলা বিয়ে করেছেন নির্মাতা সৃজিত মুখার্জিকে। মিথিলার আগের সংসারে আইরা নামের এক কন্যা সন্তান রয়েছে। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, আইরাকে কলকাতার একটি স্কুলে ভর্তি করানো হয়েছে। শুধু তাই নয় মিথিলাও কলকাতায় স্থায়ী হবেন! শনিবার মেয়েকে নিয়ে কলকাতায় সৃজিতের বাড়িতে এসেছেন মিথিলা।

মিথিলা ও আইরার কলকাতায় আসার খবরটি সৃজিত মুখার্জি নিজেই জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানিয়ে এই নির্মাতা লিখেছেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ঘৃণার কারণে অনেকেই সীমান্ত পার করেছিলেন। ২০২০-র ১৫ আগস্ট ভালোবাসার জন্য দুজন ফের সীমানা পার করলেন। এই পোস্টের সঙ্গে পেট্রাপোল সীমান্তে মিথিলা ও তার মেয়ে আইরার সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন সৃজিত। সেখান থেকে মিথিলা আর আইরাকে সরাসরি নিজের বাড়িতে নিয়ে গেছেন সৃজিত।