রাজ্য

আবাসনের সিঁড়িতে নাবালিকাকে ধর্ষণ!‌

খাস কলকাতায় ফের বিকৃত লালসার শিকার নাবালিকা! ফ্ল্যাটের বাইরে এনে আবাসনের সিঁড়িতে ৮ বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগ। যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মেটিয়াবুরুজ এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা তিন ভাই–বোন। সে সবার ছোট। বাবা মারা গিয়েছেন। মেটিয়াবুরুজের একটি বহুতলে দাদু, ঠাকুমা এবং মায়ের সঙ্গে থাকে ওই বালিকা। বাড়িতে তখন মা ছিলেন না। আবাসনের সিঁড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী, কাউকে কিছু বললে নির্যাতিতাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়!

পুলিশ সূত্রে খবর, কুর্কীতি গোপন থাকে না। বাড়ি ফিরলে মা–কে সবটাই জানায় ওই বালিকা। অভিযোগ দায়ের করা থানায়। বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম বিজয় সাউ। বাড়ি, মেটিয়াবুরুজের দিনু মিস্ত্রি এলাকায়। পাঁচু নামে বেশি পরিচিত সে। ভাইরা এলাকায় আবার যথেষ্ট প্রভাবশালী। তাই তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। পাঁচু নিজেও বিবাহিত, ৬ বছরের মেয়ে আছে! তাহলে এমন কাজ করল কী করে? উঠছে প্রশ্ন।