খড়গপুর: অপহরণের চারদিন পর খড়গপুর স্টেশন থেকে মালদার এক নবম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুরাতন মালদা থানার পুলিশ। খড়গপুর স্টেশনের জিআরপি এবং পুরাতন মালদা থানার পুলিশের যৌথ উদ্যোগে ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। লালন সূত্রধর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ওই যুবককে নবম শ্রেণীর নাবালিকাকে অপহরণ করেছিল বলে অভিযোগ। এব্যপারে পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উদ্ধার হওয়া নাবালিকার পরিবার। শনিবার আদালতের নির্দেশ মেনে ওই নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে পুরাতন মালদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর কামাত এলাকার বাসিন্দা ওই নাবালিকা । সে চন্দ্রমোহন হাইস্কুলে নবম শ্রেণীতে পাঠরত । গত মঙ্গলবার রাত থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা ছাত্রী । বুধবার সকালে ওই নাবালিকার পরিবার মেয়ের অপহরণের বিষয়ে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু করে। পাশাপাশি ওই নাবালিকার খোঁজে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয় তদন্তকারী পুলিশ কর্তারা। এরপরই শুক্রবার রাতে খড়গপুর স্টেশন থেকেই ওই নাবালিকাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নাবালিকা পরিবার জানিয়েছে, মঙ্গলবার রাতে শৌচাক্রিয়ার জন্য বাড়ির বাইরে বাগানে গিয়েছিল ওই ছাত্রী। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সে। এই ঘটনার পরেই পুরাতন মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এই ঘটনায় লালন সূত্রধর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। মহাদেবপুর এলাকার বাসিন্দা অভিযুক্ত ওই যুবক। ওই যুবক নাবালিকাকে অপহরণ করে বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিলো বলেও অভিযোগ পরিবারের।