সমাজসেবী, শিক্ষানুরাগী মঞ্জু হালদার গত ৩ জানুয়ারি, ২০২১, উত্তর ২৪পরগণার হাবড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
বরিশালের ভোলার অন্তর্গত দেবীর চরে তাঁর জন্ম। ভোলায় প্রাথমিক শিক্ষা শেষের পর স্কুল জীবন চলাকালীন দেশ ভাগের অভিঘাতে তাঁদের পরিবারের এপার বাংলায় চলে আসা। এপারে এসে হাবড়ায় পাকাপাকিভাবে বসবাস শুরু। গোবরডাঙ্গা গার্লস থেকে স্কুল জীবন শেষের পর গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে বাংলায় স্নাতক এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কলেজে পড়াকালীন স্থানীয় একাধিক স্কুলে অবৈতনিক শিক্ষা দানের পর তিনি পাকাপাকিভাবে হাবড়া গার্লস স্কুলে শিক্ষিকা হিসাবে যুক্ত হন। কলেজ জীবন থেকেই স্থানীয় সপ্তপল্লী গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা-শিক্ষিকা হিসাবে তিনি কাজ করেন এবং সমাজ গঠনমূলক নানা কাজে নিজেকে নিয়োজিত করেন। পারিবারিক সূত্রেই প্রথম থেকেই তিনি কমনিষ্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হন। বাংলাদেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ও কমনিষ্ট নেতা নলিনী দাস ছিলেন তার দাদা। বৃহত্তর হাবড়া অঞ্চলে মঞ্জু দেবী ছিলেন অবিভক্ত কমনিষ্ট পার্টির প্রথম মহিলা সদস্য।
গোবরডাঙ্গা হিন্দু কলেজের গ্রন্থাগারিক ও অধ্যাপক স্বদেশ রঞ্জন হালদারের সঙ্গে তিনি বৈবাহিক সূত্রে আবদ্ধ ছিলেন।