কাশ্মীরে পূণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও অবধি বাসে থাকা অন্তত ১০ জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও ৩৩ জন। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। রিয়াসি জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইতিমধ্যেই এই হামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে তুলে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই এই হামলার তীব্র নিন্দা করেছেন। এদিকে, পুণ্যার্থীদের বাসে হামলা চালানোর ঘটনায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার তিন জন জঙ্গি জড়িত বলেই প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। জঙ্গিদের খোঁজে ঘটনাস্থলের আশপাশের এলাকায় চলছে নাকা চেকিং।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় রিয়াসি জেলার একটি মন্দির থেকে ফেরার সময় ওই পূণ্যার্থী বোঝাই বাসটিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে অন্তত ৯ জনের মৃত্যু হয়, জখম হন ৩৩ জন।