ওয়ার্ক ফ্রম হোম অনেক হয়েছে, আর নয়। এবার সব মন্ত্রীকে অফিসে গিয়ে কাজ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। ১৩ এপ্রিল থেকেই অফিসে গিয়ে কাজ করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। লকডাউন পরিস্থিতি কাটিয়ে ওঠার পর কীভাবে ফের অর্থনীতির চাকা ঘোরানো যায়, সেই পরিকল্পনা করতেই তাঁরা অফিস যাবেন।
ইতিমধ্যেই সব মন্ত্রীর কাছে এই নির্দেশ পৌঁছে গিয়েছে বলে সূত্রের খবর। শুধু মন্ত্রীরা নন, যুগ্মসচিব ও তাঁর উঁচু স্তরের সরকারি আমলারাও অফিলে গিয়ে কাজ শুরু করবেন বলে খবর। এমনকী প্রতিটি মন্ত্রকের এক তৃতীয়াংশ কর্মীকেও উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সব কাজই হবে সোশ্যাল ডিসট্যান্স বা সামাজিক দূরত্ব বজায় রেখে।
লকডাউনের মধ্যে অর্থনীতির ইঞ্জিন চালু করার চেষ্টাও চলছে। জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে এগোতে চাইছে মোদী সরকার। শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনাফেরেন্সে দেশে লকডাউনের মেয়াদবৃদ্ধি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশিরভাগ মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল করেন। এই বৈঠকের কয়েকঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীদের অফিসে গিয়ে কাজ করার নির্দেশ দিল নরেন্দ্র মোদীর সরকার।