ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্যের দমকলমন্ত্রী করোনায় আক্রান্ত!‌

রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু করোনায় আক্রান্ত হয়েছেন। এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। তবে উপসর্গ না থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। বাড়িতেই চিকিৎসাধীন তিনি। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন, শাসকদলও। সূত্রের খবর, কয়েকদিন আগে মন্ত্রীর বাড়ির পরিচারিকা অসুস্থ হয়ে পড়েন। তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ পাওয়া যায়।
জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রী বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে তাঁর নমুনা পরীক্ষা করান। উপসর্গহীন কোভিড পজেটিভ পাওয়া যায় তাঁর শরীরে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মন্ত্রীর লালারসের নমুনা পজিটিভ পাওয়া গিয়েছে। পরীক্ষা করা হয় মন্ত্রীর স্ত্রী, দুই ছেলে, মেয়ে এবং বাড়ির অন্য এক পরিচারিকার নমুনাও। মন্ত্রীর স্ত্রীর নমুনাও কোভিড পজেটিভ এসেছে।
তাঁদেরও এখনও পর্যন্ত কোনও উপসর্গ না থাকায় বাড়িতে রেখেই চিকিৎসা করা সম্ভব। সুজিতবাবুর সংস্পর্শে কারা এসেছিলেন তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। হাওড়ায় দমকলকর্মীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটলে হাওড়ায় গিয়েছিলেন তিনি। সেখানে দফতরের আধিকারিক ছাড়াও সাংবাদিকরাও তাঁর সংস্পর্শে আসেন।