ব্রেকিং নিউজ রাজ্য

মন্ত্রী সাধন পাণ্ডের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক

শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর শ্বাসকষ্ট শুরু হয় রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের। তড়িঘড়ি তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, মন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রেখেই চিকিৎসা করা হচ্ছে। জানা যাচ্ছে, চিকিৎসায় ঠিকমতো সাড়া দিচ্ছেন না সাধন পাণ্ডে। হাসপাতালে তাঁর কাছেই রয়েছেন কন্যা শ্রেয়া পাণ্ডে। তিনি জানিয়েছেন, “বাবা সিভিয়ার নিউমোনিয়ায় আক্রান্ত। এই নিয়ে নয়বার তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলেন। তাই চিকিৎসকরা কোনও ঝুঁকি না নিয়ে ভেন্টিলেশন সাপোর্টে রেখেছেন”।

 

অপরদিকে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, মন্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁর চিকিৎসার জন্য আলাদা মেডিকেল টিম গঠন করা হয়েছে। ২৪ ঘন্টাই সাধনবাবুর উপর নজর রাখছেন চিকিৎসকরা। তবে সেভাবে চিকিৎসায় সাড়া মিলছে না। ফুসফুসের সংক্রমণ আছে। করোনা পরীক্ষাও করা হয়েছে মন্ত্রীর। হাসপাতাল সূত্রে আরও জানা যাচ্ছে, সাধন পাণ্ডেকে ভেন্টিলেটরে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। অপরদিকে, সাধনবাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালের বাইরে ভিড় করেছেন অসংখ্য অনুগামী ও তৃণমূল কংগ্রেসের সমর্থক।