করোনা সংক্রমণের দাপট দেখা যাচ্ছে দেশজুড়ে। তার মধ্যে শুরু হয়েছে অক্সিজেনের হাহাকার। এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে পরিস্থিতির কথা জানাতে গিয়ে থাপ্পড়ের হুমকি পেলেন এক করোনা রোগীর ছেলে। আর সেই কথোপকথনের ভিডিও এখন ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মন্ত্রী যদি এমন আচরণ করেন তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে? উঠছে প্রশ্ন।
করোনা আক্রান্ত হয়েও রোগী অক্সিজেন পাচ্ছেন না বলে অভিযোগ। তার জেরে ধৈর্য্য হারিয়ে ফেলেন রোগীর আত্মীয়রা। এই আবহে মন্ত্রীকে পেয়ে চেঁচামেচি করতে শুরু করেন তাঁরা। ঘটনাটি মধ্যপ্রদেশের দামোহতে ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিও–তে দেখা যাচ্ছে, করোনা আক্রান্ত মায়ের জন্য হন্যে হয়ে অক্সিজেন খুঁজতে বেরিয়েছেন ছেলে। হাসপাতালের সামনেই দেখা হয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রী তথা দামোহ–র বিজেপির সাংসদ প্রহ্লাদ প্যাটেলের সঙ্গে।
তখন রোগীর ছেলে অক্সিজেনের অভাবের কথা জানাতে গিয়ে উত্তেজিত হয়ে মন্ত্রীকে বলেন, ‘আমরা মরিয়া হয়ে খুঁজলেও সিলিন্ডার পাচ্ছি না। ওরা আমাদের স্পষ্ট বলে দিচ্ছে না। কেন যে অক্সিজেন দিতে পারবে না?’ উত্তরে তাঁকে শান্ত করতে গিয়ে মন্ত্রী বলছেন, ‘এমন করে কথা বললে দুটো থাপ্পড় খাবে।’ তখন লোকটি কাঁদতে কাঁদতে বলতে থাকে, ‘সেটাই তো পাওয়ার কথা আমার। আমার মা মরছে ওখানে। ২১ ঘণ্টার বেশি অপেক্ষা করেছি।’ মন্ত্রী প্রশ্ন করেন, ‘কেউ কি অক্সিজেন সিলিন্ডার দেবে না বলেছে?’ জবাব আসে, ‘হ্যাঁ, দেবে না বলেছে।’