আজ বারাকপুর সংশোধনাগারে এলেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। তিনি বারাকপুর সংশোধনাগারে এসে বন্দীদের অবস্থা সরজমিনে খতিয়ে দেখেন, তাদের সাথে কথাও বলেন। ব্যারাকপুর মহাকুমা আদালতে রুটিন মাফিক ইনস্পেকশনে আসেন মন্ত্রী অখিল গিরি। সরকারি পরিষেবা ঠিকঠাক পাচ্ছে কিনা খাওয়া থাকা কোন অসুবিধা হচ্ছে কিনা সমস্ত বিষয় গুলো খোঁজ নেন।
এরপর বকটুই কাণ্ডে লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “ওর মৃত্যু অসুখে হয়েছে। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তাকে আমরা চিকিৎসা করিয়েছি। অনেকেই অসুস্থ অবস্থায় আসেন কারেকশন হোমে। যথাসাধ্য সরকার ভেতরে চিকিৎসা করেন। জটিল রোগ হলে বাইরেও চিকিৎসা করে। কিন্তু কেউ মারা গেলে আর কিছু করার নেই।”
শুভেন্দু অধিকারীর ডিসেম্বর মাসের ডেড লাইন প্রসঙ্গে তিনি বলেন, ঐরকম পাঁচটা ডেট বেরিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। ওগুলো সব বাজারে চমক।
পঞ্চায়েত নির্বাচনে কি হবে শুভেন্দু অধিকারী আগে বলে দিচ্ছেন সেই প্রসঙ্গে তাঁর কটাক্ষ, বিজেপি প্রার্থী খুঁজে পাবে না। ওদের সাংগঠনিক বারো শ’ মন্ডল কমিটি করার কথা। কিন্তু এখনো ৩০০ বেশি জোগাড় করতে পারেনি।