জেলা

হাসপাতালে ভর্তি অরূপ রায়

অসুস্থ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে তিনি কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, রবিবার সকালে ঘুম থেকে ওঠার পর অসুস্থবোধ করেন অরূপ রায়। চিকিৎসকরা তাঁকে প্রাথমিক পরীক্ষা করার পর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বুকে যন্ত্রণা অনুভব হচ্ছিল তাঁর। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা–নিরীক্ষা চলছে। চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। পরিবার সূত্রে খবর, ষাটোর্ধ্ব অরূপ রায়ের এমনিতে হাইপারটেনশন ও ডায়াবেটিস রয়েছে। তাই তাঁকে প্রতিনিয়তই সাবধানে থাকতে হয়। তবে সম্প্রতি প্রশাসনিক ও দলীয় কাজের বেশ চাপ রয়েছে তাঁর উপর। সেসবের জেরেই হয়ত আচমকা অসুস্থ হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে।
রবিবার সকালে উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। শুরু হয় একাধিক পরীক্ষা। কোভিড পরিস্থিতিতে অসুস্থ হওয়ায় বাধ্যতামূলকভাবে তাঁরও করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। রাত ৩টে নাগাদ ফের বুকে যন্ত্রণা অনুভব করেন মন্ত্রী। এরপরই আজ সকালে চিকিৎসক এসে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেইমত তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।