টলিউডের ছোট্ট তারকা ইউভান। যে কিনা টলিউডের ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম ছেলে সন্তান। এবার এই ছোট্ট ইউভানের জন্য অভিনেত্রী মিমি চক্রবর্তী ভালোবেসে উপহার পাঠালেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাবের পক্ষ থেকে সেই ছবি শেয়ার করা হয়।
সম্প্রতি চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবারে নতুন অতিথি ইউভানের আগমন হয়। তার জন্মের পর থেকেই সে সেলিব্রিটি হয়ে উঠতে শুরু করেছে। কখনো বাবার কোলে বসে তাকে আদর খেতে দেখা যায়, আবার কখনো মায়ের কোলে শুয়ে ইউভানকে ছবি তুলতে দেখা যায়।
মাসি দেবশ্রীর সঙ্গেও ইউভানের ছবি ভাইরাল হয়। ইউভানকে লেখা মাসির চিঠি দেখেও রাজ-শুভশ্রীর ভক্তরা আপ্লুত হয়ে যান। সবকিছু মিলিয়ে ইউভান চক্রবর্তী বর্তমানে টলিউডের অন্যতম ‘স্টার কিড’ বললে কোনো অত্যুক্তি হয় না।