Mimi Chakraborty donates money for fighting against corona.
বিনোদন

গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মিমি

মঙ্গলবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে মিমি চক্রবর্তী একটি টুইট করেন। তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ অভিনেত্রীকে সেখানে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সুর চড়াতে দেখা যায়।  ‘ক্যা হুঁয়া তেরা ওয়াদা’ দিয়ে নিজের টুইট শুরু করে, ভারত (India) এভাবে কীভাবে ‘আত্মনর্ভর’ হবে বলে আক্রমণ করেন মিমি।

শুধু তাই নয়, গ্যাসের দাম যেভাবে বাড়ছে, ভারতবর্ষের মানুষকে এবার নিজের ‘রক্ত বিক্রি’ করতে হবে বলেও আক্রমণ করেন মিমি। পাশাপাশি আজ সকালে যখন এলপিজি গ্যাসের সিলিন্ডার তার বাড়িতে আসে, তখন তার মাথা ঘুরে যায় বলেও মিমি মন্তব্য করেন।

রান্নার গ্যাসের দাম সম্প্রতি দফায় দফায় বাড়তে শুরু করেছে। রবিবার মাঝ রাত থেকে আরও ২৫ টাকা করে গ্যাসের দাম বাড়ানো হয়। গত আড়াই মাসে এই নিয়ে ২২৫ টাকা করে বাড়ানো হল রান্নার গ্যাসের দাম।

শুধু মিমি নন, সায়নী ঘোষকেও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হতে দেখা যায়।