দর্শকপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। রাজ্যে করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেড় লাখ রুপি দান করেছেন মিমি চক্রবর্তী। যার মধ্যে ৫০ হাজার রুপি সংসদ তহবিল থেকে এবং বাকি ১ লাখ রুপি ব্যক্তিগতভাবে দিয়েছেন এই অভিনেত্রী।
মিমি চক্রবর্তীর লোকসভা কেন্দ্র যাদবপুরের হাসপাতালগুলোতে কোয়ারেন্টিন সেন্টার ও আইসোলেশন ওয়ার্ড নির্মাণ, পর্যাপ্ত চিকিৎসা এবং করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য তিনি এই অর্থ সহায়তা দিয়েছেন বলে জানিয়েছেন।