বাংলায় সুপার ডুপার হিট সিনেমা পোস্ত। যা দর্শকদের মন কেড়ে নিয়েছিল। এবার এই সিনেমায় দর্শকরা দেখতে পাবেন হিন্দিতে। আসছে ‘পোস্ত’ ছবির হিন্দি রিমেক। নতুন এই হিন্দি ছবির নাম ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। উইন্ডোজ প্রোডাকশনস এবং ভায়াকম ১৮-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। প্রায় দেড় মাস ধরে মুম্বইতে চলে এই ছবির শ্যুটিং। ‘পোস্ত’-র পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় বারবার কলকাতা টু মুম্বাই করছিলেন।
২০১৭ সালে মুক্তি পায় বাংলা ছবি ‘পোস্ত’। বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায় অভিনীত সেই ছবি। এই প্রথম সর্বভারতীয় প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮ বাংলার প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কোনও ছবি তৈরি করছেন। হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’তে মিমি ছাড়া বাকি সবাই মুম্বইয়ের অভিনেতা- অভিনেত্রী। এই ছবির মধ্যে দিয়েই হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন মিমি।
‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ তে মিমি ছাড়া অভিনয় করছেন পরেশ রাওয়াল, অম্রুতা সুভাষ, শিব পণ্ডিতের মতো অভিনেতা- অভিনেত্রীরা। ‘পোস্ত’-র শিশুশিল্পীর পরিবর্তে হিন্দি এই ছবিতে অভিনয় করছে খুদে কবির পওয়া। দিল্লীর নিবাসী কবির। এই প্রথমবার অভিনয় করছে সে। তাই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে বেশ উৎসাহ রয়েছে।