প্রয়াত হলেন ‘উড়ন্ত শিখ’ মিলখা সিং। এক মাস ধরে তিনি করোনার সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে শুক্রবার রাতে পিজিআইএমইআর হাসপাতালে প্রয়াত হন তিনি। প্রসঙ্গত, পাঁচ দিন আগে তাঁর স্ত্রী নির্মলা কৌরের মৃত্যুও হয়েছে এই করোনার থাবায়। এবার চলে গেলেন ভারতের কিংবদন্তি দৌড়বিদ। তাঁর ছেলে আন্তর্জাতিক গলফার জীব মিলখা সিং এই খবর জানিয়েছেন।
১৯৫৮ সালে প্রথমবার কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হয়েছিলেন ‘উড়ন্ত শিখ’ মিলখা সিং। এরপর ১৯৬০ সালে রোম অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন। এবং সেখানে চতুর্থ হয়ে অল্পের জন্য পদক পাননি। তবুও বিশ্বের ক্রীড়া মহলের সমীহ আদায় করে নিয়েছিলেন তিনি। তখনই তাঁকে ‘উড়ন্ত শিখ’ আখ্যা দেওয়া হয়েছিল। এশিয়ান গেমসেও ৪টি সোনা আছে মিলখার। ১৯৫৯ সালে মিলখা সিংকে পদ্মশ্রী সম্মান দিয়েছিল ভারত সরকার।