মাঝ আকাশে দুই কপ্টারের মুখোমুখি সংঘর্ষ। মঙ্গলবার এই সংঘর্ষে ১০ জনের প্রাণহানি খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে মালয়েশিয়া নৌবাহিনীর এই হেলিকপ্টার দুটি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী দিবস উপলক্ষে ওড়ার মহড়া দিচ্ছিল। দুটি কপ্টারে অন্ততপক্ষে ১০ জন ছিলেন বলে সংবাদমাধ্যম সূত্রে।
মালয়েশিয়ার লুমুট শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওইখানেই রয়েছে রয়্যাল নৌসেনার ঘাঁটি। কপ্টারে থাকা কেউই বেঁচে নেই বলে স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ভাঙাচোরা টুকরো সরিয়ে দেহগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বিভাগ ও দমকল। স্থানীয়রাও পুলিশকে সাহায্য করতে এগিয়ে আসেন।
একটি হেলিকপ্টার রাস্তার উপর এবং অন্যটি একটি সুইমিং পুলের ধারে ভেঙে পড়ে। সকাল ৯টা ৩২ মিনিট নাগাদ সংঘর্ষে ভেঙে পড়ে। এ বিষয়ে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছে দেশের নৌবাহিনী এবং সরকার ।