বাংলাদেশ

বাংলাদেশের কারাগারগুলিতে জারি উচ্চ–সতর্কতা

এবার জঙ্গি হানার হুমকি এলো বাংলাদেশে।বাংলাদেশের কারাগারগুলি থেকে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসবাদীরা। জেলে থাকা জঙ্গিরা তাদের সঙ্গী। তাই সঙ্গীকে ছাড়াতেই এই হুমকি বলে মনে করা হচ্ছে। তাই দেশের সব কারাগারকে উচ্চ–সতর্কতা জারি করার নির্দেশ দিয়েছেন আইজি প্রিজনরস ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা। শীর্ষ সন্ত্রাসবাদী–সহ বিভিন্ন সংবেদনশীল মামলায় আটক বন্দিদের চলাচল ও গতিবিধির উপর কঠোর নজর রাখার নির্দেশ দিয়েছেন।
চিঠিতে আইজি উল্লেখ করেন, কয়েকজন জঙ্গি কারাগারে বন্দি জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে এবং ফোনও করেছে। তিনি জানান, কারাগার একটি স্পর্শকাতর প্রতিষ্ঠান। জঙ্গিদের অপচেষ্টা নস্যাৎ করা এখন প্রধান দায়িত্ব। দেশের সমস্ত কারাগারে যে কোনও অপ্রীতিকর ঘটনা আটকাতে আগে থেকেই উচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
আইজি প্রিজনরসের দেওয়া নির্দেশ হল, প্রতিটি কারাগারে একজন ডেপুটি জেলার, একজন প্রধান কারারক্ষী এবং পাঁচজন কারারক্ষীর সমন্বয়ে একটি স্ট্রাইকিং ফোর্স গঠন করে আক্রমণ প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে।কারাগারের বাইরের গেটে বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট নিশ্চিত করে আগতদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা, ডিউটিতে সশস্ত্র সেন্ট্রি নিয়োগ করা, অস্ত্র এবং অস্ত্রাগারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
কারাগারের চারপাশের সীমানাপ্রাচীর সুরক্ষিত রেখে এবং অ্যালার্ম সিস্টেম পরীক্ষা করে প্রস্তুত রাখতে হবে। কারাগারে আটক জঙ্গি, আইএস, শীর্ষ জঙ্গি, বিডিআর এবং বিভিন্ন সংবেদনশীল মামলায় আটক বন্দিদের চলাচল ও গতিবিধি কঠোরভাবে নজরদারি করতে হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে ময়মনসিংহের ত্রিশালে প্রকাশ্য দিবালোকে প্রিজন ভ্যানে গুলি চালিয়ে ও বোমা মেরে জঙ্গি মামলার তিন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।