দেশ ব্রেকিং নিউজ

স্বাধীনতা দিবসেই রক্তগঙ্গার ছক!

স্বাধীনতা দিবসেই বড় নাশকতার ছক কষেছে পাকিস্তানের গোয়েন্দারা। নিশানা করা হয়েছে জম্মু–কাশ্মীরকে। ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীরা কন্ট্রোল–রুম তৈরি করেছে বলেও জানা গিয়েছে। সেখান থেকেই নাশকতা চালানো হবে বলে পরিকল্পনা করা হয়েছে।
সূত্রের খবর, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই স্বাধীনতা দিবসের আগে বা স্বাধীনতা দিবসের দিনই জম্মু–কাশ্মীরে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। নিরাপত্তা বাহিনীর উপরও হামলা চালানোর পরিকল্পনা রয়েছে সন্ত্রাসবাদীদের।

গোপন সূত্রে খবর, লস্কর–ই–তৈবা, জইশ–ই–মহম্মদ, আল বাদরে এবং চেলাবান্দির মতো বিভিন্ন জঙ্গি সংগঠন বৈঠক করেছে। কোন কোন পথে ভারতে ঢুকে হামলা চালানো যায়, তারও ছক কষা হয়ে গিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীরা একটি কন্ট্রোল রুমও তৈরি করেছে।
যে পথগুলি দিয়ে সন্ত্রাসবাদীরা ভারতে ঢোকার পরিকল্পনা করেছে সন্ত্রাসবাদীরা, তার জন্য মোট আটটি রুট চিহ্নিত করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তান নিয়ন্ত্রণরেখা জুড়ে ২৭টি নতুন সন্ত্রাসঘাঁটি তৈরি করেছে। গত জুন মাস থেকেই ১৪৬ জনেরও বেশি সন্ত্রাসবাদী সেখানে লুকিয়ে রয়েছে।