মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের আসর। এবারের আসরে ৩২ দল নয়, অংশ নেবে ৩৬ দল। নতুন নিয়ম অনুযায়ী, সব দলকে একটি গ্রুপে রাখা হয়েছে। ডে’র প্রথম দিনেই ছয় ম্যাচে নামছে ১২টি দল। আজ নজরে এসি মিলান ও লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচ।
ইউরোপের দুই পরাশক্তিধর ক্লাব ইতালির এসি মিলান এবং ইংল্যান্ডের লিভারপুল। ক্লাব ফুটবলে নানা ইতিহাস গড়া এই দুই দল ইউরোপের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসটাও দারুণ। যদিও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদ সবচেয়ে সফল দল। ১৫ বার এই শিরোপা জিতেছে তারা। এর পরেই ৭ বার চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এসি মিলান। সাতবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি চারবার রানার্স আপও হয়েছে রসেনেরিরা।
অপরদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড হলেও, চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের সবচেয়ে সফল দল লিভারপুল। ৬ বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে টুর্নামেন্টের তৃতীয় সফলতম দল অল রেডরা। এছাড়াও ৪ বার রানার্স আপ হয়েছে তারা।