বিনোদন

মিহিকার গোলাপি লেহেঙ্গা সমাচার

বাহুবলী ছবির খলনায়ক বল্লালদেব ওরফে রানা দাগুবাতির সঙ্গে মিহিকা বাজাজের বিয়ের খবর শোনা গিয়েছিল আগেই। কিছুদিন আগে এই অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, প্রেমিকাকে এবার তিনি ঘরে তুলতে যাচ্ছেন। এরই মধ্যে বাগদানও শেষ হয়েছে। আর গতকাল হয়ে গেল মেহেন্দি অনুষ্ঠান। আজ বিয়ে।

জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে বিয়ের অনুষ্ঠানে অতিথি থাকছেন ৩০ জন। বিয়ের অনুষ্ঠানের জন্য মিহিকা গোলাপি লেহেঙ্গা বেছে নিয়েছেন। এই লেহেঙ্গা ডিজাইন করেছেন অনামিকা। লেহেঙ্গাটি তৈরির বিষয়ে ডিজাইনার অনামিকা বলেন, মিহিকাও একজন ডিজাইনার। তাই এই লেহেঙ্গা তৈরি করা হয়েছে বেশ যত্ন সহকারে। এক ঘণ্টায় ১০ হাজার কর্মী খাটলে যে কাজ হতো এই লেহেঙ্গা বানাতে সেই পরিমাণ শ্রম দিতে হয়েছে।

মিহিকা বাজাজ হায়দরাবাদের মেয়ে। তিনি উদ্যোক্তা ও ডিজাইনার। ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও নামে একটি ইভেন্টও শুরু করেছেন।