আরও একদল পরিযায়ী শ্রমিকদের নির্মম কাহিনী সামনে এলো। তিনদিন ধরে ঝাড়খণ্ড সীমান্তে আটকে রয়েছেন তাঁরা। অনাহারে দিন কাটাচ্ছেন। কারণ ঝাড়খণ্ড সরকার তাঁদের নিজের রাজ্যে ঢুকতে দিচ্ছে না। এই অভিযোগ তুলে শুক্রবার সকালে ঝাড়খণ্ড–বাংলা সীমান্তে আটকে পড়া প্রায় ৭০০ শ্রমিক ঝাড়খণ্ড প্রশাসনের কাছে গিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, নিজের রাজ্যে যেতে দেওয়া হোক।
জানা গিয়েছে, শ্রমিকদের অনেকের বাড়ি বিহারে, অনেকের বাড়ি ঝাড়খণ্ডে। তিনদিন ধরে ঝাড়খণ্ড প্রশাসন তাঁদের জানিয়েছে, তাঁদের জন্য নাকি ব্যবস্থা করা হচ্ছে। অথচ কোনও ব্যবস্থাই করা হয়নি। তাঁরা বারবার প্রশাসনের কাছে অনুরোধ করেছেন তাঁদের নিজ নিজ রাজ্যে বা জেলায় নিয়ে গিয়ে সমস্ত শারীরিক পরীক্ষা করা হোক। ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হোক। কিন্তু ঝাড়খণ্ড সরকার কিছুতেই তাঁদের এই কথা শুনছে না। তাই বিক্ষোভ প্রদর্শন করছেন তাঁরা।
এই বিক্ষোভের খবর পেয়ে ঝাড়খণ্ড প্রশাসন জানিয়েছে, শারীরিক পরীক্ষা করে নিজ নিজ রাজ্যে বা জেলায় ফেরার জন্য অনুমতি দেওয়া হবে। প্রশাসনের এই আশ্বাস পেয়ে বিক্ষোভকারী শ্রমিকরা খানিক শান্ত হন। ঝাড়খণ্ড প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের নাম ও ঠিকানা নথিভুক্ত করা হয়।