দিল্লিতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম মোস্তফা শেখ (৫০)। বাড়ি মালদহের রতুয়া-২ ব্লকের শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীপুর গ্রামে। জানা গিয়েছে, ডেঙ্গি আক্রান্ত মোস্তফা ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। পথেই মৃত্যু হয় তাঁর। শনিবার মরদেহ তাঁর গ্রামের বাড়িতে এসে পৌঁছোয়।
মৃত শ্রমিকের পারিবারিক সূত্রে জানা যায়, ছ’মাস ধরে দিল্লির গোরেগাওঁতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। সাতদিন আগে ডেঙ্গিতে আক্রান্ত হন তিনি। সেখানে চিকিৎসা করার পর জ্বর না কমায় মোস্তফা মেয়েকে নিয়ে দিল্লি থেকে ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
শুক্রবার উত্তরপ্রদেশে ট্রেনের মধ্যেই মৃত্যু হয় তাঁর। মৃত শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েত প্রধান রোশনারা বিবি, রতুয়া-২ ব্লকের বিডিও নিশীথ মাহাতো, বিধায়ক আব্দুর রহিম বকসি।