দেশ ব্রেকিং নিউজ

পরিযায়ী শ্রমিকদের পিষে দিল গাড়ি

পরিযায়ী শ্রমিকদের প্রাণের বলি হয়েই চলেছে। এবার যোগীর রাজ্য উত্তরপ্রদেশ আর হরিয়ানায় দুটি পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই পরিযায়ী শ্রমিকের। সোমবার রাত এবং মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা দুটি ঘটেছে। যা নিয়ে রীতিমতো ফুঁসে উঠেছেন মানুষজন।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে একটি ঘটনা ঘটেছে হরিয়ানার অম্বালায়। পুলিশ সূত্রে খবর, অম্বালার ক্যান্টনমেন্ট এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দু’জন শ্রমিক। তখনই একটি এসইউভি গাড়ি তাঁদের সজোরে ধাক্কা দেয়। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আর একজন গুরুতর আহত। দু’জনেই বিহারের বাসিন্দা। ওই গাড়িটিকে আটক করা হলেও তার চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
আবার সোমবার রাতে ঘটেছে উত্তরপ্রদেশের রায়বরেলীতে। সোমবার রাতে কয়েকজন পরিযায়ী শ্রমিক সাইকেলে করে বিহারে তাঁদের বাসস্থানে ফিরছিলেন। তখন একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একজনকে পিষে দেয়। পুলিশের দাবি, ব্রেক কাজ না করার ফলে নিয়ন্ত্রণ হারান ওই গাড়ির চালক।
উল্লেখ্য, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্য শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হলেও অনেকেই সেই ট্রেনে যাওয়ার সুযোগ না পেয়ে হাঁটার ওপরেই ভরসা করছেন, আর তাতে ঘটে যাচ্ছে ভয়াবহ সব দুর্ঘটনা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেল লাইনে ঘুমিয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের পিষে দিয়ে যায় এক মালগাড়ি, মৃত্যু হয় ১৬ জনের।