‘ভোট দ্বিতীয়া’ বৃহস্পতিবার ভোটগ্রহণ রাজ্যের ৩০ আসনে। তবে এখন নজর নন্দীগ্রামে। ভোট ঘোষণার আগে থেকেই যে আসন ‘ভিভিআইপি’। প্রচারের সব আলো কেড়েছে এই কেন্দ্রে তৃণমূল–বিজেপির প্রচার। সকাল ৭টা থেকে রাজ্যের ছাড় জেলার ৩০ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে গেলেও তাই সবার নজরে শুধু নন্দীগ্রামই। যুযুধান দুই প্রতিপক্ষের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। সেই নন্দীগ্রামের দিকেই নজর রয়েছে গোটা দেশের। ভোটের আগের রাত থেকেই ক্রমেই অশান্ত হয়ে উঠছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে ‘বোমাবাজি’ ভোটের আগের রাতে। অভিযোগ আমদাবাদের ১৫৪ নম্বর বুথ এলাকায় ‘বোমাবাজি’ হয় রাতভর। আর বিজেপির বিরুদ্ধে উঠেছে এই বোমাবাজির অভিযোগ। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সে ভাবে কোনও গোলমাল হয়নি। বৃহস্পতিবার অবশ্য নন্দীগ্রামে অশান্তির আশঙ্কা করছে নির্বাচন কমিশন। আর তাই কার্যত নজিরবিহীন ভাবে সিল করে দেওয়া হয়েছে এই বিধানসভা কেন্দ্রের সীমানা। জারি হয়েছে ১৪৪ ধারা। এখন দেখার দ্বিতীয় দফার এই ভোটপর্ব শান্তিপূর্ণভাবে মিটে যায় কি না। নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি থাকলেও ভোটের দিন সকাল থেকেই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে তৃণমূলের বাইক বাহিনীর দাপটের অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে নন্দীগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। যদিও শাসক শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
নন্দীগ্রাম থানার দায়িত্ব নেওয়া নগেন্দ্রনাথ ত্রিপাঠীর দাবি, নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় বোমাবাজির অভিযোগ উঠেছে। সোনাচূড়া ও কালীচরণপুর গ্রামে রাতভর বোমাবাজি হয়েছে। আমদাবাদে একটি ভোটকেন্দ্রের সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও অবশ্য ভোট দিয়ে বেরিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, ‘ভোটারদের অনুরোধ করব শান্তিতে ভোট দিন। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতেন না। রাজনীতিতে তিনি পরিচিতি পেয়েছেন রাজীব গান্ধীর জন্য। পরে তিনি রাজীব গান্ধীকেও প্রতারণা করেছেন। নন্দীগ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তৃণমূল হারছে আর এটা স্পষ্ট। আমি মেদিনীপুরের মানুষের জন্য কাজ করেছি আর তাঁরা আমায় বহু বছর ধরে চেনেন।’
ভোটের দিন সকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নন্দীগ্রামের ভেকুটিয়ায়। তৃণমূলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ পরিবারের। একাধিক জায়গায় ইভিএম খারাপ। কোথাও কোথাও ভিভিপ্যাট যন্ত্রও খারাপ। ব্যাহত ভোটগ্রহণ। নন্দীগ্রামের একটি বুথে বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূল এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ। থানায় গেলেন মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন বলে খবর। তবে কার বিরুদ্ধে বা কী বিষয়ে অভিযোগ জানিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। নন্দীগ্রামের নন্দনায়েকবাড়ের ৭৬ নং বুথে ভোট দিলেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের মহম্মদপুরের ৫২ ও ৫৩ বুথে বিজেপি কর্মীদের বিরুদ্ধে গণ্ডগোল বাধানোর অভিযোগ ওঠে। যদিও সিআরপিএফ নিষ্ক্রিয় বলে অভিযোগ শাসক দল তৃণমূলের। আবার নন্দীগ্রামের বিএমটি শিক্ষানিকেতন বুথেও বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ ওঠে। খোদামবাড়ির ১০৫ নম্বর বুথ এলাকায় বিমল সাহু নামে তৃণমূলের এক বুথ এজেন্টকে বাড়ি থেকেই বেরোতে দেয়নি বিজেপির দুষ্কৃতীরা। তৃণমূলের অভিযোগ বয়াল অঞ্চলেও ভোটারদের সন্ত্রস্ত করে রেখেছে বিজেপি। ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে।
ভোট শুরু হতেই হলদিয়ার ২০২ নম্বর বুথে উত্তেজনা ছড়াল। সিপিএমের পোলিং এজেন্টের নথি কেড়ে নেওয়ার অভিযোগ। বামেদের তরফে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানানো হলেও তাঁরা কোনও ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছে সিপিএম নেতৃত্ব। ভোটশুরুর আগে কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর। কেশপুরে খুন হয়ে গিয়েছেন তৃণমূলকর্মী। নন্দীগ্রামে সকাল থেকে বাইক বাহিনীর দাপট। গোসাবায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। এখনও নন্দীগ্রামে থাকলেও ভোট নিয়ে মুখ খোলেননি তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, আরও কিছু সময় দেখে তারপর ভোট নিয়ে প্রতিক্রিয়া দিতে পারেন মমতা।
