Mid day meal distribution will start from 20th April for upto class 8. In this phase every student will get 3kg rice and 3kg potato.
রাজ্য

শুরু হচ্ছে মিড–ডে মিল বিলি

রাজ্যের স্কুলগুলিতে মিড–ডে মিল বিলির কাজ শুরু হবে ২০ এপ্রিল। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এই দফায় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াপিছু ৩ কেজি চাল ও ৩ কেজি আলু দেওয়া হবে। এই নিয়ে স্কুলশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আলু এবং চাল বিলির আগে ১৭ এপ্রিলের মধ্যে অভিভাবকদের বিষয়টি জানাতে হবে এবং স্কুল চত্বর নির্দিষ্ট নিয়ম মেনে জীবাণুমুক্ত করতে হবে। ১৯ এপ্রিলের মধ্যে পড়ুয়াপিছু নির্দিষ্ট পরিমাণ চাল ও আলুর প্যাকেট তৈরি করতে বলা হয়েছে। ২০ এপ্রিল সকাল ১১টা থেকে বিলির কাজ শুরু হবে।
মিড–ডে মিল নিতে পড়ুয়াদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। শুধুমাত্র অভিভাবকরাই আসবেন। মিড–ডে মিল বিলির পুরো দায়িত্বেই থাকবেন স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষকরা। লকডাউন চলায় কীভাবে তঁারা স্কুলে যাবেন, তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে।
জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, যাঁদের ট্রেন বা বাসে করে স্কুলে আসতে হয়, তাঁরা না এসে যাঁরা স্কুলের কাছে থাকেন তাঁদের আসতে বলা হয়েছে। এই নির্দেশ অবশ্য মৌখিক। সেক্ষেত্রে স্কুলের কাছাকাছি থাকেন এমন শিক্ষক, মিড–ডে মিলের রান্নার কর্মী, স্বনির্ভর গোষ্ঠীগুলির সাহায্যে কাজটি করতে বলা হয়েছে।