নতুন করে ভয়াবহ আকার নিচ্ছে করোনাভাইরাস। আর তার মোকাবিলায় নতুন কৌশলের পক্ষে সওয়াল করলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)–এর প্রধান ডা. রণদীপ গুলেরিয়া। কোভিড–১৯ মহামারি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার যে কোভিড টাস্ক ফোর্স গঠন করেছে, তার শীর্ষস্থানীয় সদস্য গুলেরিয়া।
এদিন তিনি বলেন, ‘কোভিডের একটি মিউট্যান্ট স্ট্রেন মোকাবিলায় তীব্র লড়াইয়ে একটি নতুন কৌশল প্রয়োজন। যাতে সুরক্ষা ব্যবস্থা নিয়ে যে শিথিলতা তৈরি হয়েছে, তা নিয়ন্ত্রণে আনা যায়। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ২৪৯ জন।
এইমসের প্রধান জানান, দেশে এখন কমিউনিটি ট্রান্সমিশন বাড়ছে। এখনই এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হতে পারে। তাঁর কথায়, ‘কন্টেইনমেন্ট জোন, লকডাউন অঞ্চল, নমুনা পরীক্ষা, চিহ্নিতকরণ এবং আইসোলেশন–সহ অনেক বৃহত্তর ব্যবস্থার মধ্য দিয়ে সংক্রমিতের সংখ্যা হ্রাস করার বিষয়ে আমাদের কাজ করতে হবে। মাইক্রো লকডাউনের প্রসারণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে।’
তাঁর যুক্তি, আমরা এমন কিছু করতেই পারি, যা অর্থনীতির জন্য বড় কোনও আঘাত সৃষ্টি করবে না। পাশাপাশি অত্যাবশ্যকীয় চলাচলের উপরেও প্রভাব ফেলবে না। মানুষ কিছু সময়ের জন্য নিজেদের ছুটি কাটানোর ভ্রমণ স্থগিত করতে পারে। যেখানে খুব বেশি সংক্রমণ ঘটছে, সেখানে এই ধরনের পদক্ষেপ বেশ কার্যকরী হবে।