ব্রেকিং নিউজ রাজ্য

পুজোয় রাতভর চলবে মেট্রো, পঞ্চমী থেকেই স্পেশাল পরিষেবা

পুজোর সময় প্যান্ডেল হপিং-এ বেরিয়ে দর্শনার্থীদের যাতে কোনোরকম অসুবিধায় পড়তে না হয়, তার জন্য পঞ্চমী অর্থাৎ আজ থেকেই মিলবে মেট্রোর বিশেষ পরিষেবা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতি বছরের মতো এবারেও উত্তর-দক্ষিণ করিডোরের বাড়তি মেট্রো চালানোর ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, রাতভর মেট্রোর বিশেষ পরিষেবা মিলবে কলকাতায়। ৫-৬ মিনিট অন্তর অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা। এক্ষেত্রে রাত জেগে প্যান্ডেল হপিংয়ের জন্য আর কোন অসুবিধাই থাকল না দর্শনার্থীদের। এই মেট্রো বিশেষ পরিষেবা দুর্গাপুজো পঞ্চমী থেকেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পঞ্চমী এবং ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ২৪৮টি মেট্রো চলবে। দশমীতে ১৩২টি মেট্রো চলবে। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত ২৩৪টি মেট্রো চলবে।

পঞ্চমী এবং ষষ্ঠী (২৮৮ টি মেট্রো)।সকাল ৬টা ৫০ মিনিটে কবি সুভাষ-দক্ষিণেশ্বর এবং দমদম-কবি সুভাষ মেট্রো পরিষেবা চালু হবে। দমদম-দক্ষিণেশ্বরে এই দুদিন সকাল ৬টা ৫৫ মিনিটে মেট্রো চালু হবে। অন্যদিকে, দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী মেট্রো পরিষেবা চালু হবে সকাল ৭টায়। দমদম-কবি সুভাষগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ৩৮ মিনিটে। ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো ছাড়বে। দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫০ মিনিটে।