ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। মঙ্গলবার পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল বিঘ্নিত হয়। আপ এবং ডাউনে দু’টি করে মেট্রো চলার বদলে পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত একটি করে মেট্রো চলাচল করে। রবীন্দ্র সদন ও পার্ক স্ট্রিটের মধ্যেও একই ব্যবস্থায় পরিষেবা চালানো হয়। পার্ক স্ট্রিট স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়।
এদিন সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ থেকে অনিয়মিত হয়ে পড়ে মেট্রো চলাচল। সূত্রের খবর, পার্কস্ট্রিটের ট্রাকশনে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। যার জেরে প্রায় ১ ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল ১০টা থেকে ফের মেট্রো যাতায়াত চালু হলেও পরিষেবা স্বাভাবিক হয় দীর্ঘ সময় পর।
রেল আধিকারিকরাও জানিয়েছেন, পার্ক স্ট্রিটে বিদ্যুৎ সংযোগের সমস্যা হয়েছে। দুটো পাশাপাশি চালালে লোড নেওয়া যাচ্ছে না। ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলবে না। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “সত্যিই একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিদ্যুতের ঘাটতির জন্যই এই বিপর্যয়। আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছেন। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”