দিন দিন বাড়ছে যাত্রীর চাপ, অথচ রাজ্য সরকার এখনও কড়া বিধিনিষেধ আরোপ করে রেখেছে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। ফলে মেট্রোয় যাতে যথাযথ সামাজিক দূরত্ব বজায় থাকে সেজন্যই আরও স্টাফ স্পেশাল মেট্রো বাড়াতে চলেছে কলকাতা মেট্রোরেল। বর্তমানে দৈনিক ৯০টি স্টাফ স্পেশাল মেট্রো চলছে, সোমবার থেকে সেটা বেড়ে হবে ১০৪টি। জরুরি ভিত্তিতে যাঁরা কাজে বেরোচ্ছেন তাঁদের জন্যই এই সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের।
শুধু মেট্রোর সংখ্যাই বাড়ছে না, বাড়ছে মেট্রো চলাচলের সময়সীমাও। এখন সকাল সাড়ে আটটা থেকে চালু হয় মেট্রো সার্ভিস, সেটা সোমবার থেকে সকাল আটটা হবে। নিউ গড়িয়া ও দক্ষিণেশ্বর দুই প্রান্ত থেকেই সকাল আটটায় ছাড়বে প্রথম মেট্রো। অপরদিকে শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশনে ৭টার বদলে সোমবার থেকে ছাড়বে সাড়ে ৭টায়। অফিস টাইমে ৮ মিনিট অন্তর চলবে মেট্রো।