রাজ্য

কলকাতায় চালু হচ্ছে মেট্রো রেল

আবার শুরু হতে চলেছে পাতাল প্রবেশ। অর্থাৎ শহর কলকাতায় চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। লকডাউনের চতুর্থ দফায় স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। তার ফলে আয় বাড়বে মেট্রো রেলের। এখানে সামাজিক দূরত্ব মেনেই যাত্রীদের মেট্রোতে যাতায়াত করতে হবে।
মেট্রো সূত্রে খবর, দীর্ঘদিন পর মেট্রো পরিষেবা সচল করার সিদ্ধান্ত নেওয়া হলেও মানতে হবে একগুচ্ছ বিধি নিয়ম। মেট্রোরেলে ওঠার আগে প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে থার্মাল গানের মাধ্যমে। এছাড়াও মানতে হবে সামাজিক দূরত্বের সমস্ত নিয়মাবলী। আপাতত পরিষেবা চালু হলেও খুবই কম সংখ্যক যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল।
সূত্রের খবর, আগে যেখানে সপ্তাহে ৬ লক্ষ যাত্রী পরিবহন করা হতো সেখানে যাত্রী সংখ্যা কমিয়ে দু’‌লক্ষ করার টার্গেট নেওয়া হয়েছে। এছাড়াও থাকবে একাধিক নিয়মাবলী। কিন্তু কিভাবে কম যাত্রী নিয়ে মেট্রো চালানো হবে সেই সম্পর্কে বিশেষ কিছু জানানো হয়নি। সোমবার থেকে চালু হতে পারে মেট্রো রেল।