ব্রেকিং নিউজ রাজ্য

হাওড়া ময়দান থেকে মেট্রো রেল পরিষেবা, কবে থেকে?

এবার হাওড়াবাসীদের জন্য খুশির খবর! সারা শহর জুড়ে একের পর এক মেট্রো পরিষেবা চালু করছে রেল। শিয়ালদা থেকে মেট্রো রেল পরিষেবা খুব তাড়াতাড়ি চালু হবে বলে খবর। এবার যানজট এড়াতে হাওড়া ময়দান থেকে শুরু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা।

বুধবার এই বিষয়ে হাওড়া কর্পোরেশনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন হাওড়া কর্পোরেশনের কমিশনার, হাওড়া জেলা শাসক পুলিশ প্রশাসন, ডিসিপি ট্রাফিক সহ মেট্রো রেলের আধিকারিকরা।মেট্রো চালু হওয়ার পর আগত মানুষদের সমস্যা থেকে বাঁচাতে এদিনের এই সভার প্রথম দফায় হাওড়া শরৎ সদনের দুই পাশে পার্কিংয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন মেট্রোর জিএমের সঙ্গে বৈঠক হয় হাওড়া প্রশাসনের।যানজটের শহর হাওড়া তাই মেট্রো চালু হলে নিত্যযাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে তারা আশা করছেন। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গাড়ির সংখ্যাও। এদিনের এই আলোচনাতে মূলত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয় । বৈঠক প্রসঙ্গে হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক বলেন, ‘আজকের আলোচনাতে শ্রীমার্কেটের প্রতিনিধিরাও ছিলেন। শ্রীমার্কেটের ব্যবসায়ীদের কীভাবে পুনর্বাসন দেওয়া হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে।শ্রীমার্কেটের ব্যবসায়ীদের মহাত্মা গান্ধি রোডে সরিয়ে আনা হয়েছিল। এখন তারা আগের জায়গাতে ফেরত চলে গেলে ওই জায়গা খালি হবে। আর প্রাথমিকভাবে ওখানেই স্থায়ী পার্কিং তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।‘