আগামী অক্টোবর মাসের মধ্যেই ফুলবাগান থেকে মেট্রো রেল শিয়ালদা পর্যন্ত নিয়ে যেতে চায় ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। তার জন্য যাবতীয় প্রস্তুতিও শুরু করে দিয়েছে তাঁরা। খুব শীঘ্রই শুরু হবে এই লাইনে পরীক্ষামূলক দৌঁড় (Trial Run)। শিয়ালদা মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষের দিকে, লাইন পাতা ও থার্ড রেলের কাজও প্রায় শেষ। আর কিছু সামান্য কাজ সম্পন্ন হলেই এই লাইনে ট্রায়াল রান দিতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ।
জানা যাচ্ছে, এই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সফল হলে আগামী অক্টোবর মাসের শেষে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত অংশ যাত্রী পরিবহণের জন্য খুলে দেওয়ার চেষ্টা করা হতে পারে। সেক্ষেত্রে এটাই হবে কলকাতাবাসীর জন্য পুজোর উপহার।
ইস্ট ওয়েস্ট মেট্রোর তরফে জানা যাচ্ছে, ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত দুটি সুড়ঙ্গের কাজ শেষ হয়ে গিয়েছে। তবে এখন কেবলমাত্র পূর্বমুখী সুরঙ্গই ট্রেন চলাচলের জন্য ব্যবহার করা যাবে। কারণ পশ্চিমমুখী সুড়ঙ্গ দিয়ে শিয়ালদা থেকে বউবাজার পর্যন্ত মেট্রোর কাজ চলছে। বউবাজারে মাটির নীচে আটকে আছে টানেল বোরিং মেশিন (টিবিএম) উর্বি। ওই সুড়ঙ্গ পথেই বিভিন্ন যন্ত্রাংশ এবং টিবিএম উর্বি-কে তুলে আনার কাজ চলছে। যা শেষ হবে আরও মাস ছ’য়েক লেগে যেতে পারে।
আবার টিবিএম তোলার কাজের জন্য শিয়ালদা মেট্রো স্টেশনের ছাদের একটি অংশ এখনও খোলা রাখতে হয়েছে। তাই নবনির্মিত শিয়ালদা মেট্রো স্টেশনের তিনটি প্ল্যাটফর্ম এখনই ব্যবহার করা সম্ভব হবে না। তিনটি প্ল্যাটফর্মের মধ্যে শুধু দু’টি ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে। এছাড়া, ট্রেন চালানোর আগে সিগন্যালিং, বিদ্যুৎ সরবরাহ এবং প্ল্যাটফর্ম স্ক্রিনডোরের কাজও শেষ করতে হবে। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের আশা অক্টোবর মাসে অধিকাংশ কাজ শেষ করে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চালু করা সম্ভব হবে।
You must be logged in to post a comment.