ব্রেকিং নিউজ রাজ্য

আরও এক ডজন মেট্রো বাড়ছে সোমবার থেকে

সোমবার থেকে বাড়ছে মেট্রো পরিষেবা। ওইদিন থেকে অতিরিক্ত এক ডজন রেক চলবে নর্থ-সাউথ করিডোরে। সব মিলিয়ে আপ-ডাউনে সারাদিনে ২২০টি মেট্রো চলবে। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। যাত্রীদের জন্য আরও সুখবর। এতদিন সকালের প্রথম মেট্রো পরিষেবা চালু হতো আটটায়। তা আধঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার থেকে দিনের প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে সকাল সাড়ে সাতটায় যাত্রা শুরু করবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী যাওয়ার শেষ মেট্রো সন্ধ্যা সাতটা ৪৮ মিনিটে পাওয়া যাবে। পাশাপাশি কবি সুভাষ ও দমদম থেকে দিনের শেষ মেট্রো পরিষেবা ছেড়ে যাবে রাত আটটায়। মেট্রো সূত্রে খবর, ২২০টি মেট্রোর মধ্যে ১৫০টি রেক কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ছুটবে। বাকিগুলি কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত চলবে।
উল্লেখ্য, করোনা আবহে লোকাল ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। কিন্তু মেট্রো চলাচলে অনুমতি দিয়েছে রাজ্য সরকার। দেখা যাচ্ছে, মেট্রোয় দিনদিন যাত্রী সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার নর্থ-সাউথ করিডোরে সারাদিনে মোট ১ লক্ষ ৬৩ হাজার ৪০৮ জন যাত্রী পরিষেবা নিয়েছিলেন। এই মুহূর্তে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো চলাচল করছে।