মেট্রোয় আগুন আতঙ্ক। শুক্রবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রো থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। রবীন্দ্রসদন স্টেশনে এই ঘটনা নজরে আসতেই যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে তৎক্ষণাৎ মেট্রো থেকে নামিয়ে রেক খালি করে দেওয়া হয়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ডাউন লাইনে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ফলে বিভিন্ন স্টেশনগুলিতে যাত্রীদের ভিড়ও হয়। অফিস টাইমে চূড়ান্ত নাকাল হতে হয় যাত্রীদের। তবে, এদিন ঠিক কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১২.২৩ নাগাদ নিউ গড়িয়াগামী মেট্রো রবীন্দ্রসদন স্টেশনে পৌঁছলে মেট্রোর নিচ থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। রবীন্দ্রসদন স্টেশনে এই ঘটনা নজরে আসতেই যাত্রীদের ওই মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর বেলা সাড়ে ১২টা নাগাদ মেট্রোটিকে নিউ গড়িয়া কারশেডে পাঠানো হয়।