ফুটবলকে বিদায় জানালেন মেসুত ওজিল। বাসাকশেহিরের সঙ্গে চুক্তি বাতিল হলে ফুটবলকে বিদায় জানাবেন ওজিল, এমন গুঞ্জন শোনা গিয়েছিল আগেই। অবশেষে বুধবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে অবসরের কথা ঘোষণা করলেন জার্মানির বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। গত কয়েকমাস ধরে চোট আঘাতে ভুগছিলেন ৩৪ বছরের এই তারকা ফুটবলার। অবশেষে ফুটবল বুটটি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মেসুত ওজিল।
পেশাদার ফুটবলকে বিদায় জানানোর বার্তায় ওজিল লিখেছেন, “আমার ১৭ বছরের পেশাদারী ফুটবল জীবনে অনেক সম্মান পেয়েছি। এমন দারুণ সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু বেশ কয়েক মাস ধরে আমি চোট আঘাতে ভুগছি। এই চোট আঘাত নিয়ে খেলা চালিয়ে যাওয়া উচিত হবে না। এই চোট সেরে গেলেও কতটা সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবো, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে আমি সব ভাবনা চিন্তা করেই পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি।”
১৯৮৮ সালের ১৫ অক্টোবর জার্মানির জনবহুল শহর গেলজেনকিয়েরজেনে জন্ম গ্রহণ করেন ওজিল। ঘরের ক্লাব শালকের হয়ে পেশাদারী ফুটবলে হাতেখড়ি হয়েছিল এই জার্মান-তুর্ক ফুটবলারের।
এরপর ২০০৮ সালে যোগ দিয়েছিলেন জার্মানির অন্যতম সফল ক্লাব ওয়ের্ডের ব্রেমেনে। ব্রেমেনে ভালো খেলার সুবাদে ২১ বছর বয়সে জার্মানির জাতীয় দলে ডাক পান ওজিল। এরপর ২০১০ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির হয়ে নজর কেড়েছিলেন তিনি। ফলে ইউরোপের নামজাদা ক্লাবগুলির নজরে চলে আসে সদ্য যুবক ওজিল। ২০১০ আফ্রিকা বিশ্বকাপ শেষ হলেই, ইউরোপের সফলতম ক্লাব রিয়েল মাদ্রিদ তাঁকে সই করায়।
এরপর ২০১৩ সালে রেকর্ড অর্থে এই জার্মান ফুটবলারকে সই করিয়ে চমক দেয় প্রিমিয়ার লিগের শতাব্দী প্রাচীন ক্লাব আর্সেনাল। ২০১৮ সালে বিশ্বকাপে ব্যর্থতা এবং ফেডারেশনের সঙ্গে নানা ঝামেলায় জড়ানোর পর জাতীয় দল থেকে অবসর নেন ওজিল। জাতীয় দলকে বিদায় বললেও ক্লাব ফুটবল চালিয়ে গেছেন। চুক্তির শেষের দিকে আর্সেনাল কোচ মাইকেল আর্তেতার উপর ক্ষুব্ধ হয়ে আর্সেনাল ছাড়েন ওজিল।
২০২১-২২ মরশুমে যোগ দেন তুরস্কের ক্লাব ফেনারবেচেতে। এরপর বিশ্বকাপ জয়ী তারকার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে উড়ে এসেছে বর্ণবিদ্বেষেমূলক মন্তব্য, প্রাণনাশের হুমকিও। এবার ফুটবল মাঠকে বিদায় জানালেন ফুটবল মাঠের এই বর্ণময় চরিত্র।