বঙ্গে ফের নামল তাপমাত্রার পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অপরদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নেমেছে। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট ছিল যথেষ্ট। এদিকে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বাড়বে। তবে আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভবনা রয়েছে।
জনক গেছে, ডিসেম্বরের শেষে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া রাজ্যে প্রবেশের পথে বাধা প্রাপ্ত হয়। আর সেই কারণে তাপমাত্রা বাড়ে। তবে, বাধা কাটিয়ে বছরের শুরুতেই রাজ্যে ফিরেছে শীত। গত কয়েকদিন জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীতের দাপট বজায় থাকবে। তবে আগামী সপ্তাহে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে বাংলার দিকে। যার কারণে ফের চড়তে পারে তাপমাত্রার পারদ। পাশাপাশি বৃষ্টির সম্ভবনা রয়েছে।
তবে বৃহস্পতিবার থেকে বেশ কিছুটা বদলে যাবে আবহাওয়া। চড়বে তাপমাত্রার পারদ এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে উঠে যেতে পারে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে বেড়ে হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
সবমিলিয়ে জানুয়ারির শুরুতে রাজ্যজুড়ে শীতের দাপট বজায় থাকায় যতটা সম্ভব শীতের আমেজে মাতছেন আম-বাঙালি।