রাজ্য লিড নিউজ

হু হু করে নামছে পারদ

ফের গতকাল থেকে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে । ফলত বেশ কনকনে ঠান্ডা অনুভব হবে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২-৩ দিন লাফিয়ে নামবে রাজ্যের পারদ। যদিও নতুন সপ্তাহের শুরু থেকেই আবারও বাড়তে শুরু করবে তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৭৮%। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭° সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১° ডিগ্রি কম। আজ থেকেই আবারও কমবে রাতের তাপমাত্রা। আকাশ মেঘাচ্ছন্নই থাকবে।

আগামীকাল পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিনবঙ্গের প্রতিটি জেলায়। বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু নামবে তাপমাত্রা। পাশাপাশি আরও কমতে চলেছে উত্তরবঙ্গের তাপমাত্রাও। আজ দার্জিলিং এবং কালিম্পং এর কিছু জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে।

উল্লেখ্য, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বারবার শীতের গতিপথ বাধাপ্রাপ্ত হয়েছে। তবে শীত প্রেমীদের আফসোস করার কোনো কারণ নেই কারণ চলতি সপ্তাহের মাঝামাঝি থেকেই ফের পারদ নামতে শুরু করে দিয়েছে।মা বেশ অনুভব হচ্ছে। বেশ কয়েকদিন শীত উপভোগ করতে পারবে বঙ্গবাসী। তারপরই বাংলা থেকে বিদায় নেবে শীত।