জেলা ব্রেকিং নিউজ

মানসিক প্রতিবন্ধী নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার নাবালক

মানসিক ভারসাম্যহীন এক বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী নাবালকের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতে রবিবার রাতেই বছর চোদ্দোর ওই নাবালিকাকে সঙ্গে নিয়ে তার বাবা-মা মিনাখা থানায় বছর ষোলোর প্রতিবেশী ওই নাবালকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন। সোমবার সকালে ওই নাবালককে তার বাড়ি নুরপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের নুরপুর গ্রামে। ঘটনায় চাঞ্চল্য গ্রামজুড়ে।

সোমবার, বসিরহাট জেলা হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা হবে ওই নির্যাতিতা নাবালিকার। অন্যদিকে বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেবে স্বয়ং নির্যাতিতা। অভিযুক্ত নাবালককে সল্টলেকে জুভেনাইল কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এই মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে দিনের পর দিন একটি পোলট্রি ফার্মে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালাত ১৬ বছরের এই নাবালক। ঘটনাটি জানাজানি হতেই পুলিশের কাছে অভিযোগ জানায় মেয়েটির পরিবার।

সম্প্রতি, বেড়ে গিয়েছে যৌন নির্যাতনের ঘটনা। আর এই যৌন নির্যাতনে নাবালকের নাম সামনের সারিতে উঠে আসছে বারবার। তবে কেন এই সামাজিক অবক্ষয়, প্রশ্ন থেকেই যাচ্ছে। এই যৌন নির্যাতনের পিছনে কোন পূর্ব পরিকল্পিত চক্রান্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে মিনাখা থানার পুলিশ।