বিনোদন ব্রেকিং নিউজ

প্রয়াত ডিস্কো কিং এর স্মৃতি রোমন্থন

ফের নক্ষত্রপতন । চলে গেলেন ডিস্কো কিং বাপি লাহিড়ী। একের পর এক শিল্পীর প্রয়ানে শোকাহত গোটা সঙ্গীত মহল। এদিন প্রয়াত ডিস্কো কিং বাপি লাহিড়ীর স্মৃতি রোমন্থন করলেন অনেক শিল্পীই।

সঙ্গীত শিল্পী কুমার শানু বলেন, ‘একদিন ১০ মিনিটের মধ্যে ওখানে দাঁড়িয়েই একটি গানের অন্তরাটা কম্পোজ করলেন বাপিদা , গানটা গাইলেন, রেকর্ড করলেন। তারপর পুরো গানটা আমাকে শেখালেন। এটাই বাপি লাহিড়ী। ভারতীয় সংগীতের অমর সঙ্গী।”

বাপি লাহিড়ী ও সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াণে শোকার্ত সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। দুই কিংবদন্তী শিল্পীর প্রয়াণে স্মৃতিচারণ করতে দিয়ে তিনি বলেন, তাঁর কমপোজ করা গানে সুর দিয়েছেন বাপি লাহিড়ী ৷ পাশাপাশি সন্ধ্যা মুখোপাধ্যায়ের চলে যাওয়াটাও সঙ্গীত জগতের ক্ষতি বলে শোকপ্রকাশ করেন ৷

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, মুম্বইয়ে থেকেও বাপিদা ছিলেন মনে প্রাণে বাঙালি। এটা বাপিদার থেকে শেখার মতো একটি বিষয়। আমার সুর করা কোনও নতুন গান শুনলেই বাপিদা আমাকে ফোন করে বলতেন, দারুণ সুরটা করেছিস। রেকর্ডিং স্টুডিওতেও কত আড্ডা দিতাম, মজা করতাম, সব মনে পড়ছে। বাপিদার সুর দেওয়া গানের মতোই বলতে চাই, ‘কভি অলবিদা না কহেনা।’

সঙ্গীত শিল্পী শান্তনু মৈত্র বলেন, “আর পারছি না। পর পর দুঃসংবাদ। প্রথমে লতাজি, সন্ধ্যাদি, আর এখন বাপিদা! ধীরে ধীরে সংগীত জগত তো ফাঁকা হয়ে যাচ্ছে। এই শূন্যতা পূরণ করার কেউ নেই। যাঁদের থেকে সব কিছু শিখেছি। তাঁরাই চলে গেলেন। অভিভাবকহীন মনে হচ্ছে। ”

সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ বলেন , ” আমি মানতেই পারছি না। এভাবে চলে গেল বাপিদা। বাপিদার থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। এই শূন্যতা পূরণ করা যাবে না। এদিনটা মন খারাপের। আমার সব গান তো বাপিদার জন্যই। এই শোক মেনে নেওয়া খুব কঠিন । ”