আন্তর্জাতিক

ইনস্টাগ্রামের পোস্ট মুছলেন মেলানিয়া

সময়টা ভাল যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের। সবে মসনদ খুইয়েছেন। তার উপর চলছে ইমপিচমেন্ট। এই কোণঠাসা অবস্থার মধ্যে নতুন করে মেলানিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হল। ট্রাম্পের সঙ্গে বিবাহবিচ্ছেদ এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকে। যদিও মেলানিয়া নিজে থেকে কিছুই বলেননি।
২০ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই জনসমক্ষে সেভাবে দেখা যায়নি মেলানিয়াকে। তিনি এই মুহূর্তে ট্রাম্পের সঙ্গে আছেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। সম্প্রতি একটি পার্টিতে ট্রাম্পকে দেখা গেলেও দেখা যায়নি স্ত্রী মেলানিয়া। সম্প্রতি যেভাবে তিনি তাঁর সব সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে দিয়েছেন, তা থেকে নতুন করে জল্পনা শুরু হয়েছে। মেলানিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এখন একটিই পোস্ট অবশিষ্ট রয়েছে। সেটি হল হোয়াইট হাউস ছাড়ার পরে দেওয়া বিদায়বার্তার পোস্টটি। আর কোনও পোস্ট তিনি রাখেননি।
জো বিডেনের জয়ের পর থেকেই মেলানিয়ার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। হোয়াইট হাউস ছাড়ার পরেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা গিয়েছিল, ফোটোগ্রাফারদের সামনে পোজ দেওয়ার সময় ট্রাম্পকে একা রেখেই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন মেলানিয়া। আর তাতেই ট্রাম্প এবং মেলানিয়ার বিচ্ছেদের গুঞ্জন আরও তীব্র হতে থাকে। সেই গুঞ্জন এখন অন্য মাত্রা পাচ্ছে মেলানিয়ার সাম্প্রতিক আচরণ থেকে।