আন্তর্জাতিক

‘‌চিকিৎসা করাতেই দেশ ছাড়ি’

ঋণখেলাপি পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির মুখ এখন ভিন্ন সুর। তিনি দেশের আইনকে মেনে চলেছেন। ভারত ছেড়ে পালিয়ে যাননি। শুধু চিকিত্‍সা করাতেই আমেরিকা উড়ে গিয়েছিলেন। ধরা পড়ার পর এসব দাবি করলেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে ভারত থেকে তদন্তকারীদের ‘আমন্ত্রণ’ও জানিয়েছিলেন বলে দাবি তাঁর। ভারতে নিজের প্রত্যার্পণ ঠেকাতে ডোমিনকা হাইকোর্টে এমনই হলফনামা পেশ করলেন মেহুল চোকসি। আটপাতার হলফনামা জমা দিয়েছেন তিনি।
এই হলফনামায় চোকসি দাবি করেন, ‘আমি ভারতীয় আধিকারিকদের কথাবার্তা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমার বিরুদ্ধে চলা যে কোনও তদন্তে প্রশ্ন করার অনুরোধও জানাই।’ তাঁর সংযোজন, আমি ভারতের কোনও আইনকানুন ভাঙিনি। দেশের সমস্ত আইন মেনেই চলি। তিন বছর আগে চিকিত্‍সা করানোর উদ্দেশ্যে যখন আমেরিকা উড়ে যাই। তখন আমার বিরুদ্ধে কোনও সংস্থাই ওয়ারেন্ট জারি করেনি।
উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারি মাসে দেশ ছাড়েন চোকসি। তার কয়েকদিনের মধ্যেই এই হীরে ব্যবসায়ীর নামে আর্থিক তছরুপ ও প্রতারণা সামনে আসে। জানা যায়, অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নিয়ে সেই দ্বীপেই আস্তানা গেড়েছেন মেহুল চোকসি। সেদিন থেকে এখনও পর্যন্ত চোকসি আর ভারতে পা রাখেননি। কিন্তু সম্প্রতি কিউবা যাওয়ার পথে তাঁকে ডোমিনিকায় আটক করা হয়। জেলবন্দি অবস্থায় তাঁর ছবি প্রকাশ্যে চলে আসে। চোকসিকে দেশে ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্রও। আবার ডোমিনিকায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে মেহুল চোকসির বিরুদ্ধে আলাদা করে মামলাও দায়ের করে সেদেশের প্রশাসন। কিন্তু সেই মামলার শুনানিও আগামী ১ জুলাই পর্যন্ত স্থগিত করে দেয় ডোমিনিকার হাইকোর্ট।