দেশ ব্রেকিং নিউজ

ইদে মুক্তি নেই মুফতির

মেহবুবা মুফতির ওপর আক্রমণ নেমেই চলেছে। ওমর আবদুল্লা এবং ফারুক আবদুল্লা মুক্তি পেতেই মনে করা হয়েছিল এবার হয়ত মুক্তি পেতে চলেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তার আগে কাশ্মীরের পরিস্থিতি শান্ত থাকায় ওমর ও ফারুক মুক্তি পেয়েছিলেন। তবে সেই পথে হেঁটে মেহবুবাকে মুক্তি দেওয়া হচ্ছে না। বরং তাঁর বন্দিদশার মেয়াদ বাড়ানো হল আরও তিন মাস। সুতরাং ইদের আগে মুক্ত বাতাস তিনি পাবেন না বলেই স্থির করে দেওয়া হল।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট থেকে বন্দিদশা কাটাচ্ছিলেন জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। সেই বন্দিদশা থেকে শেষ পর্যন্ত মুক্তি পান তিনি। ১৩ মার্চ ফারুকের মুক্তির কয়েকদিন পরেই মুক্তি পান তাঁর ছেলে ওমর আবদুল্লা। আর এই আবহে প্রশ্ন উঠতে থাকে মেহবুবা কবে মুক্তি পেতে চলেছেন। ৫ আগস্ট জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই গৃহবন্দি করা হয়েছিলেন মেহবুবা–সহ কাশ্মীরের নেতাদের।
উল্লেখ্য, অনুচ্ছেদ ৩৭০ ধারার মাধ্যমেই জম্মু–কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয়বার সরকার গঠন করার পর প্রথম সাংসদীয় অধিবেশনেই ৩৭০ ধারা সহ অনুচ্ছেদ ৩৫–এ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এই সিদ্ধান্তের পর জম্মু–কাশ্মীরকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার বিলটিও পাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।