দেশ ব্রেকিং নিউজ

ফের গৃহবন্দি মেহবুবা মুফতি

বহু কষ্টে একবার ছাড়া পেয়েছিলেন তিনি। আবার তাঁকে ‘গৃহবন্দি’ করা হল। হ্যাঁ, তিনি জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মঙ্গলবার টুইটারে এমনই অভিযোগ করেছেন তিনি। তাঁর মেয়ে ইলতিজা মুফতিও এই অভিযোগ জানিয়েছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কাশ্মীর প্রশাসন কোনও প্রতিক্রিয়া দেয়নি। কেন তাঁকে আবার গৃহবন্দি করা হল?‌ তার উত্তর মেলেনি।
অভিযোগ, মধ্য কাশ্মীরের বুদগামে উৎখাত হওয়া গুজ্জর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন পিডিপি নেত্রী মেহবুবা। তার আগেই তাঁর বাড়ির চারপাশে পুলিশি প্রহরা বসে যায়। এমনকী, মেহবুবাকে ‘গৃহবন্দি’ করা হয়। মেহবুবা মুফতি বুঝতে পারছেন না তাঁর অপরাধটা কোথায়?‌ হঠাৎ কেন তাঁর বাড়ি পুলিশ ঘিরে ফেলল তার উত্তরও তিনি পাননি বলে খবর।
মঙ্গলবার সকালে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে দেখা যায়, তাঁর বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বারবার দরজা খোলার আবেদন জানাচ্ছেন তিনি। অথচ কেউ খুলছে না। তাঁকে গৃহবন্দি করার নথি দেখানোর দাবিও জানান পিডিপি নেত্রী। কিন্তু দরজার বাইরে থেকে কোনও জবাব মেলেনি। এই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘‌বিরোধী কন্ঠরোধ করতে বেআইনিভাবে আটক করা কেন্দ্রীয় সরকারের প্রিয় পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে। বুদগামে বহু পরিবারকে উৎখাত করা হচ্ছে। আমি সেখানে যেতে চেয়েছিলাম বলেই ফের গৃহবন্দি করা হল।
উল্লেখ্য, দীর্ঘ ১৪ মাস পর ১৩ অক্টোবর গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন মেহবুবা মুফতি। কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের সময় থেকে তাঁকে আটক করে রাখা হয়েছিল। যদিও এই বিষয় কাশ্মীর প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।