মাথাচাড়া দিচ্ছে কোভিড–১৯। রবিবারই একদিনে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের একাংশ মনে করছেন, এখনই রাশ না ধরলে আগামী এক মাসের মধ্যে ফিরতে পারে বিশ বিশের (২০২০) স্মৃতি। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আবহে সোমবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার ও স্বাস্থ্য আধিকারিককে দিয়ে ভিডিও কনফারেন্স করেন। সেখানে বেশ কিছু বিষয়ে কড়া নজরদারির কথা বলা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, এদিন জেলার প্রশাসনিক কর্তাদের মুখ্যসচিব স্পষ্ট জানিয়ে দেন, সবরকম স্বাস্থ্যবিধি মেনেই রাজ্যবাসীকে চলতে হবে। শারীরিক দূরত্ব মেনে চলার পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। অতিমারি আবহের সমস্ত নিয়ম মেনে বিয়ে কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠান হচ্ছে কি না তা নজরে রাখতে হবে। গণপরিবহণে কোভিড প্রোটোকল মানতে হবে, পাবলিক প্লেসেও মানতে হবে কোভিড বিধি।
সূত্রের খবর, টিকাকরণ নিয়েও বিশেষ নজরদারির কথা বলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে টিকাকরণের গতিতে দ্রুততা, চিহ্নিতকরণ ও করোনা পরীক্ষা বাড়ানোর কথাও বলা হয়েছে। হাসপাতালগুলি যেন সবসময় প্রস্তুত থাকে, কোভিড চিকিৎসার পরিকাঠামো, অক্সিজেন সিলিন্ডারের যথাযথ ব্যবস্থা, জেলায় জেলায় অ্যাম্বুলেন্স পরিষেবা সচল রাখা, ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রাখা, চিকিৎসক, নার্স, সিসিইউ স্টাফদের প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে বলে খবর।