প্রায় রোজই দেখা মিলছে ড্রোনের। এবার উপত্যকায় ড্রোনের গতিবিধি নিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানকে তুলোধনা করল ভারত। সংঘর্ষবিরতি ঘোষণার পর প্রথমবার মুখোমুখি হলো সীমান্তরক্ষী বাহিনী ও পাকিস্তান রেঞ্জারস। এই বৈঠকে জম্মু–কাশ্মীরে ড্রোনের গতিবিধি নিয়ে প্রতিবাদ জানিয়েছে বিএসএফ বলে সূত্রের খবর। আর পুরোটা হজম করতে হয়েছে পাক রেঞ্জার্সকে।
সুচেতাগঢ় আন্তর্জাতিক সীমান্তের কাছে দুই দেশের কম্যান্ডার স্তরে বৈঠক হয়। পাকিস্তানের পক্ষ থেকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিএসএফের মুখপাত্র জানান, বৈঠকে দুই দেশের মধ্যে সীমান্ত–সহ অন্যান্য সমস্যা নিয়ে ফিল্ড কম্যান্ডারদের মধ্যে আলোচনা করা হয়েছে। দুই দেশেরই সীমান্তরক্ষী বাহিনীর কম্যান্ডাররা নিজেদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।
একদিকে যেমন উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে, তেমনই ক্রমাগত ড্রোন হামলা চালানোর প্রচেষ্টা নিয়েও প্রতিবাদে সরব হয়েছে ভারত। সম্প্রতি জম্মু–কাশ্মীরের একাধিক জায়গা থেকে যে গোপন সুড়ঙ্গগুলির খোঁজ মিলেছিল তা নিয়েও বিএসএফের পক্ষ থেকে পাকিস্তানের কড়া সমালোচনা করা হয়। বৈঠকের শেষে ভারত–পাকিস্তান দুই দেশের তরফেই সীমান্তে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএফের মুখপাত্র।
ভারতের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করা হলেও পাকিস্তান ঘুরপথে কখনও সুড়ঙ্গের মাধ্যমে, কখনও আবার রাতের অন্ধকারে সীমান্ত টপকে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। জম্মুর বায়ুসেনার ঘাঁটিতে যে ড্রোন হামলা চালানো হয় এবং তারপর নিয়মিত ড্রোনের গতিবিধি নিয়েও বিএসএফের তরফে প্রতিবাদ জানানো হয়।