লাইনচ্যুত লোকাল ট্রেন। খড়গপুর ছেড়ে গিরি ময়দান স্টেশনে ঢোকার আগে ঘটে বিপদ। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মেদিনীপুর লোকাল। হতাহতের কোনও খবর নেই।
লাইনচ্যুত হয় মেদিনীপুর হাওড়া লোকাল ডাউন ৩৮৮১৪ নম্বর ট্রেন। শনিবার দুপুরে খড়গপুরের গিরি ময়দান স্টেশন পেরোতেই লাইনচ্যুত হয় মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেনটির একটি কামরার দুটি চাকা। লাইনচ্যুত হলেও ট্রেন গতিতে না থাকার কারণে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। ট্রেনের গতি কম থাকায় যাত্রীরা সকলেই রক্ষা পেল বলে জানালেন ওই ট্রেনের গার্ড বিউটি ভট্ট। তবে ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে এই দুর্ঘটনার ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল।
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। ডাউন লাইনে ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে রেল চলাচল ব্যাহত হয়। তার ফলে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনাগ্রস্ত লোকাল ট্রেনে যাত্রীদের অন্য একটি ট্রেনে মেদিনীপুর থেকে হাওড়া উদ্দেশ্যে পাঠানো হয়। পরে আরও একটি লোকাল ট্রেনে করে ঘটনাস্থলে পৌঁছালেন রেলের আধিকারিকরা।