রাজ্যে মৃত্যু হল এক স্বাস্থ্যকর্তার। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৌলালির সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের অ্যাডিশনাল ডিরেক্টর পদে কর্মরত ছিলেন ওই স্বাস্থ্যকর্তা। এই স্টোর থেকেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে করোনা রুখতে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট–সহ যাবতীয় প্রয়োজনীয় ওষুধ জিনিসপত্র পাঠানো হয়।
স্বাস্থ্যভবন সূত্রে খবর, ওই কর্তার হৃদযন্ত্রের সমস্যা ছিল। আট মাস আগে তিনি এসএসকেএম গিয়েছিলেন চিকিৎসা করাতে। সঙ্গে সুগার ও হাই–পারটেনশন ছিল। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওই স্বাস্থ্যকর্তা। জ্বর, শ্বাসকষ্ট বাড়ায় গত শুক্রবার বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে এই কারণেই মৃত্যু কিনা, তা খতিয়ে দেখছে স্বাস্থ্যদপ্তর।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কথায়, ‘আমরা মর্মাহত। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতেন। তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখবে স্বাস্থ্যদপ্তর। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এক সৈনিককে হারালাম আমরা।’