দূরপাল্লার ট্রেনে অনেকেই সফর করেন। আর লোকাল ট্রেনও প্রায় সবাই যাতায়াত করেন। ফলে ট্রেনের হর্ন শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ট্রেন চলার আগে বা পরে ট্রেনচালক কখনও শর্ট বা কখনও লং হর্ন বাজিয়ে সচেতন করেন সকলকে। জানেন এই শর্ট বা লং হর্ন বাজানোর নির্দিষ্ট কিছু মানে রয়েছে। সেগুলো সম্পর্কে আমরা জানি না। আসুন ট্রেনের বিভিন্ন ধরনের হর্ন সম্পর্কে জেনে নেওয়া যাক।
ট্রেনচালক একবার শর্ট হর্ন বাজালে বুঝতে হবে ট্রেনটিকে রেল ইয়ার্ডে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ ট্রেনটি যাত্রাপথে কোনও গন্তব্যে যাবে না।
ট্রেনচালক পরপর দু’বার শর্ট হর্ন বাজালে বুঝতে হবে ট্রেনটি ছাড়ার জন্য প্রস্তুত। ছাড়ার আগে তাই চালক দু’বার শর্ট হর্ন বাজিয়ে যাত্রীদের ইঙ্গিত দেন।
সাধারণত আপৎকালীন ক্ষেত্রে পরপর তিনবার শর্ট হর্ন বাজান চালক। এর অর্থ হল, ট্রেনের ইঞ্জিনের নিয়ন্ত্রণ লোকো পাইলটের হাতের বাইরে চলে গিয়েছে। ফলে সঙ্গে সঙ্গেই তিনি পরপর তিনবার শর্ট হর্ন বাজিয়ে গার্ডের কাছে বার্তা পাঠিয়ে দেন। গার্ড ভ্যাকুম ব্রেক কষে যাতে ট্রেনটি থামাতে পারেন।
ট্রেনের চালক যদি চার বার শর্ট হর্ন বাজান, তা হলে বুঝতে হবে ট্রেনে কোনও যান্ত্রিক সমস্যা হয়েছে। ট্রেনটি আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
ট্রেনচালক যদি দু’বার শর্ট হর্ন আর একবার লং হর্ন বাজান, তবে বুঝতে হবে কেউ ট্রেনের আপৎকালীন চেন টেনেছেন বা গার্ড ভ্যাকুম ব্রেক কষেছেন।
ট্রেন চলার সময় যদি চালক লম্বা হর্ন বাজাতে থাকেন, তাহলে বুঝতে হবে সামনেই কোনও স্টেশন আছে। আর সেই স্টেশনে ট্রেনটি থামবে না।
থেমে থেমে দু’বার হর্ন বাজালে বুঝতে হবে সামনেই লেভেল ক্রসিং আছে। তাই চালক সতর্ক করে দেন কেউ যেন ক্রসিং পারাপার না করেন।
ট্রেন যখন ট্র্যাক বা রেললাইন পরিবর্তন করে তখন চালক দু’বার লম্বা হর্ন এবং এক বার শর্ট হর্ন বাজান।
You must be logged in to post a comment.